রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য হলেন রাবি ছাত্রলীগের সাহসী ও জনপ্রিয় সাবেক ছাত্রনেতা তুহিন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

ট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জামাত শিবিরের নৃশংস হামলায় শিকার ও জনপ্রিয় ছাত্রনেতা এসএম তৌহিদ আল হোসেন তুহিন।

বুধবার মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি তে এই কমিটি ঘোষণা করা হয়।

সাবেক সংসদ সদস্য মেরাজ মোল্লা কে সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

তুহিনের উপর জামাত শিবির ক্যাডারদের হামলা-২২ আগস্ট ২০১৩

এসএম তৌহিদ আল হোসেন তুহিন ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। তার আগে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক হওয়ার একমাসের মাথায় ২২ আগস্ট জামাত শিবিরের সন্ত্রাসীরা তাঁকে মেরে ফেলার উদ্দেশ্যে নৃশংস হামলা করে আঙুল কেটে হাত পা এর রগ কেটে দেয়। মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখমও করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে জামাত শিবির মুক্ত করার অন্যতম সাহসী ছাত্রলীগ নেতা ছিলেন। একারণে সারাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে অনেক জনপ্রিয় তিনি।

এসএম তৌহিদ আল হোসেন তুহিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানান। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আরো বেশি সক্রিয় হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন