নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজের বিডিএস ২৭ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক জাকির হোসেন অমি রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে রামেক ছাত্রলীগ।
বুধবার ২ মার্চ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে রামেক কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন রামেক ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন দাস ও সাধারণ সম্পাদক ডাঃ ইমরান হোসেন। পরে পরস্পরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে রামেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম, রাজশাহী জেলা স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ও রামেক ছাত্রলীগের সাবেক নেতা সোহেল আহমেদ মীর সহ রামেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য; গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী জেলা ছাত্রলীগের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের সন্তান ও রামেকের বিডিএস ২৭ ব্যাচে শিক্ষার্থী জাকির হোসেন অমি।