লেখক ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর জন্মদিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ ভাবে কেক কেটে দিনটি উদযাপন করেছে রাজশাহী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির উদ্যোগে রামেক পিংকু হোস্টেলের বাস্কেটবল গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ ভাবে জন্মদিনের কেক কাটে নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাগর, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কেক কাটার স্থানে লেখক ভট্টাচার্যের ছবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন, মিষ্টি বিতরণ সহ স্লোগান দেয় উপস্থিত নেতাকর্মীরা।

এছাড়াও রাজশাহী জেলা ছাত্রলীগের অন্তর্গত- বাগমারা, মোহনপুর, গোদাগাড়ী, তানোর, পবা, পুঠিয়া, দুর্গাপুর ও চারঘাট উপজেলা ও নওহাটা পৌরসভা, কেশরহাট পৌরসভা, গোদাগাড়ী পৌরসভা ও বানেশ্বর কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

পোস্টটি শেয়ার করুন