রাজশাহী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

ট্রিবিউন ডেস্ক: বেশ কয়েকদিন থেকে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির কয়েকজনের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সদস্যরা : শেখ শামীম তুর্য, আপন দাস ও তানভীর আব্দুল্লাহ।

উক্ত কমিটিকে সাতদিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য; রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট, নারীকর্মীর সাথে কথোপকথনের কল রেকর্ড ভাইরাল হয় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এরপরই সোসাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। এছাড়াও সাধারণ সম্পাদকের মাদক গ্রহণের অভিযোগ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, সহ জেলা ছাত্রলীগের কয়েকজনের বিরুদ্ধে অনুপ্রবেশ, সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।

তদন্ত কমিটি গঠনকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি বলেন; ‘সারা বাংলাদেশের ছাত্রসমাজের আস্থা এবং বিশ্বাসের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত কমিটির তদন্ত কাজে পূর্ণ সহযোগিতার প্রয়াস আমার পক্ষ থেকে অবশ্যই থাকবে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যদি পাওয়া যায়, বাংলাদেশ ছাত্রলীগের অগ্রগতির স্বার্থে এবং রাজশাহী জেলা ছাত্রলীগের কল্যানে, আমাকে ছেঁটে ফেলাই হবে সর্বোত্তম। আমি বিশ্বাস করি সুর্যালোক কালো মেঘে বেশিক্ষণ ঢেকে রাখতে পারেনা, সত্য নিজেই তার স্বরুপ উন্মোচন করে। আমার জাতির পিতা এবং আমার নেত্রীর জীবনে বরাবর তাই ঘটেছে, আর আমি আমার জাতির পিতা, আমার নেত্রী, আমার সংগঠন এবং আমার দাদার একজন ক্ষুদ্র কর্মী। আমার জীবনেও সত্য উন্মোচিত হবেই ইনশশাল্লাহ্।’

পোস্টটি শেয়ার করুন