রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বঙ্গবন্ধু ও শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক ডাঃ জাকির হোসেন অমির নেতৃত্বে রাজশাহী সিন্ডবি মোড়ে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
পরে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর মাগফিরাত কামনা করে দোয়া করেন জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এরআগে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা থেকে রাজশাহী পৌঁছলে বিপুলসংখ্যক নেতাকর্মী তাদের ফুলেল শুভেচছা জানান।
গত ২৪ ফেব্রুয়ারি এক বছরের জন্য রাজশাহী জেলা ছাত্রলীগের ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো: সাকিবুল ইসলাম (রানা) সভাপতি এবং জাকির হোসেন অমিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়৷