নিজস্ব প্রতিবেদক :আগামী এক বছরের জন্য রাজশাহী জেলা ছাত্রলীগের ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো: সাকিবুল ইসলাম (রানা) সভাপতি এবং জাকির হোসেন অমিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ সাতবছর পর ঘোষিত নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ১৮ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও তিনজন কে কেন্দ্রীয় ছাত্রলীগে অন্তর্ভুক্ত করা হয়েছে।