রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন পত্র জমা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে দলীয় নেতৃবৃন্দ নিয়ে মনোনয়ন পত্র জমা দেন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

পোস্টটি শেয়ার করুন