রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেন্টুসহ আ’লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুসহ সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ (বুধবার) বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালিয়া থানার ডিউটি অফিসার আলী আজম সেন্টুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, নগরীর মোল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী মো. মিলন, পবার বাগধানী উলাপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী সোহেল রানা, পবা নতুনপাড়ার আওয়ামী লীগের কর্মী পারভেজ হোসেন, বড়বনগ্রাম চকপাড়া এলাকার ছাত্রলীগ কর্মী মো. শান্ত, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শুরশুনিপাড়া গ্রামের আওয়ামী লীগের কর্মী মাহাবুব হোসেন মাসুদ ও নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী বাবু।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘এদের মধ্যে ছয়জনকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন