বাড়লো রাজশাহী-ঢাকা রুটে বাস ভাড়া, নন এসি ১২০ টাকা, এসি ২০০ টাকা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২

রাজশাহী প্রতিনিধি: তেলের দাম বৃদ্ধির জেরে রাজশাহীতে বাসের ভাড়া বাড়ানো হয়েছে৷ রাজশাহী থেকে ঢাকা গামী বাসের ভাড়া নন এসিতে ১২০ টাকা এবং এসিতে ২০০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও অন্যান্য আন্তজেলা বাসেও প্রায় ২২% ভাড়া বেড়েছে।

রাজশাহী থেকে ঢাকার নন এসি বাসে প্রতি আসনে ভাড়া ৬০০ টাকা থেকে ২০% বাড়িয়ে ৭২০ টাকা এবং এসি বাসের ভাড়া ১২০০ টাকা থেকে ১৬.১৬% বাড়িয়ে ১৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রাজশাহী থেকে চট্রগ্রামের ভাড়া নন এসি বাসে প্রতি আসনে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫০ টাকা এবং এসিতে ২৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী থেকে কলকাতার ভাড়া ১৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯৫০ টাকা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন