রাজশাহী নগরীতে অবৈধ কারখানায় বিপুল পরিমাণ ভুয়া ঔষধ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

রাজশাহী প্রতিনিধি;-রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ির ইউনিয়নের ট্রেড লাইসেন্স নিয়ে নগরীতে চলছে অবৈধ ঔষধ কারখানা। ২০-২৫ টা ঔষধ বাজারজাত করলেও ৪টির অনুমোদন নাই।

এই কারাখানা মালিক এবং তার লোকজন আজ সকালে যুগান্তরের রাজশাহী প্রতিনিধি তানজিমুল হকের ওপর হামলা করে। এ সময় প্রাইভেট কারও ভাংচুর করা হয়। পরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আয়ুর্বেদিক ঔষধসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করেন।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, এই কারখানায় ঔষধের মাণ নিয়ন্ত্রক কর্মকর্তাও নাই। নাই ট্রেড লাইসেন্স। কারখানার কোনো কাগজপত্রও নাই। যেসব কাগজপত্র আছে সেগুলোরও মেয়াদ নাই।
ক্যামিস্ট পদে চাকরি করেন ভূগোল বিষয়ে পড়া এক যুবক। তিনিই ঔষধ মাণ নিয়ন্ত্রণ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

পোস্টটি শেয়ার করুন