

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী মহানগরীর ছোটবনগ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটির গভীরে আরসিসি পিলারে কাজ করার সময় সীমানা প্রাচীর ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। চাপা পড়া দেয়ালের নিচ থেকে আরো তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে মহানগরীর ছোট বনগ্রামের বারোরাস্তা মোড় এলাকায় মর্মান্তিক এই ঘটে।
নিহত দুইজন হলেন, রিয়াজুল ইসলাম। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার বোলিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী। তিনি একই এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
আহতরা হলেন, এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫)। তাদেরকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন জানান, এনতাজ আলী নামের এক ব্যক্তির জায়গায় গত দুইদিন ধরে বাড়ির আরসিসি পিলার নির্মাণ কাজ চলছিল। কাজ চলা অবস্থায় প্রাচীর হঠাৎ ধসে পড়ে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রিয়াজুল নামের একজনকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কাজ শুরু করে। সেখান থেকে উদ্ধার করে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের কাজ চলমান আছে। আরও ঘন্টাখানেক কাজ করবো নিচে কেউ আছে কিনা দেখার জন্য।