নাঈম হোসেনঃ রাজশাহী মহানগরীর হেতেম খাঁ লিচু বাগান এলাকা বাসীর আয়োজনে প্রায় ৫০০ মানুষের ইফতারের আয়োজন করা হয়। ইফতারে অত্র এলাকার প্রয়াত সকলের রুহের মাগফেরাত কামনার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।
মঙ্গলবার রাজশাহী নগরীর হেতেম খাঁ লিচু বাগান এলাকায় অবস্থিত রাজশাহী মুসলিম হাই স্কুলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পশ্চিম আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম,সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, সহ-সভাপতি মোঃ হান্নান আলী রবিন, বোয়ালিয়া পশ্চিম , বোয়ালিয়া পশ্চিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক আহমেদ রাজন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আজহার, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুল রাজি মিঠু, সহ-সভাপতি মোঃ শামীম উদ্দীন শেখ স্বপন, ১০ নং ওয়ার্ড আওয়ামী নেতা মোঃ মনিরুল ইসলাম মনির, সত্যের জয় সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাসিরুল ইসলাম বনি, ব্যবসায়ী আমিনুল ইসলাম রানা, রসায়ন শিক্ষক নিকুঞ্চ।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিশাল, সামস, সান, ফাহিম ইসলাম বিশাল, হৃদয়, প্রমুখ।