রাজশাহী নগরীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মহানগরীর ২০ নং ওয়ার্ডের অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে ২০নং ওয়ার্ড কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫‘শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, বোয়ালিয়া (পূর্ব) থানার সভাপতি আতিকুর রহমান কালু, বিশিষ্ট সমাজসেবী হযরত আলী, ৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন