রাজশাহী পদ্মার গহীন চর এলাকায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীর পবা উপজেলার পদ্মার গহীন চরে শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম উদ্বোধন করেন বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।অনলাইনে ভিডিও কলে যুক্ত হন তিনি।

সোমবার রাজশাহীর পবা ও মোহনপুরের চর-আসাড়িয়াদহ, চর আলাতুলী, চর মাজারদিয়া, চর খিদিরপুরে নেসকোর নিজস্ব অর্থায়নে সোলার হোস সিস্টেমের মাধ্যমে প্রায় ৭ হাজার পরিবারকে বিদ্যুতায়ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন,পর্যায়ক্রমে দেশের প্রতিটি জায়গাতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার মুজিববর্ষের মধ্যেই সবার ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করছি আমরা।

তিনি বলেন, বাংলাদেশ সোলার এনার্জি বা সোলার হোম সিস্টেম স্থাপনে সারা বিশ্বের মধ্যে সেরা অবস্থানে রয়েছে। সারা দেশে ৫৮ লাখের বেশি সোলার হোম সিস্টেম রয়েছে।
এর ধারাবাহিকতায় পরিবেশবান্ধব গ্রিন এনার্জি সোলার পাওয়ারে আরো প্রায় ৭ হাজার পরিবার যুক্ত হচ্ছে।

বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর চর এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান একেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৩ এলাকার সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামসহ নেসকোর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও এলাকার জনপ্রতিনিধিরা।

পোস্টটি শেয়ার করুন