রাজশাহী পুলিশে শীর্ষ দুই পদে পরিবর্তন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

ডেস্ক নিউজঃ রাজশাহী পুলিশের শীর্ষ দুই পদে নতুন কর্মকর্তার পদায়ন করেছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেনকে পদায়ন করা হয়েছে। আর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির বিশেষ শাখার (এসবি) ডিআইজি আবু কালাম সিদ্দিককে।

একই প্রজ্ঞাপনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া আরএমপির বর্তমান কমিশনার হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃঃ বাংলানিউজ২৪

পোস্টটি শেয়ার করুন