রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন ১২ নভেম্বর

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৬ বছর পর নতুন কমিটি পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়াও একই দিনে পার্শ্ববর্তী ইউনিট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগেরও সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তি

এরআগে, গত ২৩ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নেওয়ার প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত তিন নেতা ২-১ দিনের মধ্যে রাবি ক্যাম্পাসে এসে জীবন বৃত্তান্ত জমা নিবে বলে জানা গেছে।

উল্লেখ্য; ২০১৬ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৫ তম সম্মেলন। পরে ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের কমিটি দেয়া হয়।

পোস্টটি শেয়ার করুন