রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের হার ৯৭.২৯

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। এবার রাজশাহী বোর্ডে ৩২ হাজার ৮০০ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতবছর অর্থাৎ ২০২০ সালে এ বোর্ডের ২৬ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, এ বছর রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ৮ জেলার ৭৬১ টি কলেজ থেকে এ সকল শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশ নেয়। মোট ২০০ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন