নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর ছাত্রলীগের অন্তর্গত দুটি কলেজ ও একটি থানার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইউনিটগুলো হলো- রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ ও মতিহার থানা।
বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয় জানানো হয়।
রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি তাহমিদ আহমেদ অনিক ও সাধারণ সম্পাদক সাগীর আহমেদ সাঈফ এর নাম ঘোষণা করা হয়।
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে তানভীর ইসলাম সজল কে সভাপতি ইউসুফ আলী আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মতিহার থানা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ফরহাদ হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক সৌরভ শেখ এর নাম ঘোষণা করা হয়েছে।