

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য আল ইমরানের বিরুদ্ধে যড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেতা ইমরান দীর্ঘদিন যাবত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। পাইলিং ব্যবসায়ীর সোহেল যে অভিযোগ করেছে তা মিথ্যা, উদ্দেশ্য মূলক বলে এক প্রতিবাদলিপি দিয়েছেন তিনি।
প্রতিবাদলিপি তে ছাত্রলীগ নেতা ইমরান দাবি করে বলেন, আমি পাইলিং এর কাজ করি। ব্যবসা করি।পাইলিং ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মিথ্যা। দাবিকৃত চাঁদা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে শ্রমিককে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এ ঘটনা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য মুলক। আমার পাওনা টাকা না দিতে ইয়াসিন আরাফাত সোহেল এসব মিথ্যা অভিযোগ করে সম্মান ক্ষুন্ন করতে চাই। সোহেল জামাত-বিএনপি রাজনিতির সাথে জড়িতো। যড়যন্ত্র মূলক বৃহস্পতিবার রাজপাড়া থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন ইয়াসিন আরাফাত।
ছাত্রললীগ নেতা ইমরান জানান প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২৫ জানুয়ারি রাজপাড়া থানাধীন বহরমপুর শেষ মাথায় মো. আহসান আলী গংদের একটি নবনির্মিত বিল্ডিং এর কাজ কোটেশনের মাধ্যমে পাই সোহেল। সেই কাজের ২% শেয়ার আমাকে দেয়ার কথা। মোট কাজের উপরে ২% টাকা প্রায় ৫০ হাজার টাকা পাই হিসাবে।এরপর আমাকে টাকা না দিয়ে ২৬ জানুয়ারি থেকে কাজ শুরু করে সোহেল।
কাজ শুরুর দিন বিকেল সাড়ে ৪টায় দিকে আমিসহ আমার বন্ধুরা আমার পাওনা টাকা চাইতে যায়। কিন্তুু ২% টাকা মধ্যে মাত্র ২ হাজার টাকা দিয়েছে। আমার পাওনা টাকা না দিতে এসব মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে করেছে সোহেল। মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের নেপথ্য রয়েছে জামাত-বিএনপি জোটের একটি চক্র। অভিযোগকারী সোহেল জামাত-বিএনপি সমর্থক। আমাকে টাকা না দিতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে। কাউকে মারপিটের ঘটনা ঘটেনি। একটি চক্র আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে জানান ছাত্রলীগ নেতা ইমরান।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, একটি চক্র ইমরানকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিতর্কিত করতে হামলা ও অভিযোগের ঘটনা সাজানো হয়েছে। প্রকৃতপক্ষে সেদিন কাউকে মারপিট করে মাথা ফাটার ঘটনা ঘটেনি। বরং ছাত্রলীগ নেতা ইমরানকে পাওনা টাকা না দিয়ে উল্টো তার নামে চাঁদাবাজি ও মারপিটে র অভিযোগ সাজানো হয়।
মহানগর ছাত্রলীগের সদস্য আল ইমরান রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।