রাজশাহী মহানগর ১৭নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


ট্রিবিউন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ১৭ নং ওয়ার্ড (পশ্চিম) এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোঃ আখতারুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদাত আলী শাহু, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ (পূর্ব) সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন।
সঞ্চালনায় ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি।