রাজশাহী রেল ও নগর শ্রমিক লীগের দুই পদ থেকে মেহেদীকে অব্যহতি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান কে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী সদর দপ্তর শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

গত ০৯ জানুয়ারি রাজশাহী মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব উল আলম বুলবুল সাক্ষরিত এক প্যডের মাধ্যমে তাকে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানান গেছে, মেহেদী হাসান যেহেতু জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন। পাশাপাশি রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সহ সাধারণ সম্পাদক এবং রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সম্পাদক পদেও আছে।

এ কারনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক এক ব্যক্তি একাধিক দায়িত্বশীল পদে থাকতে পারবে না। তাই মেহেদী হাসানকে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল পদে থাকার কারণে অধীনস্থ ইউনিটে রাজনৈতিক স্থবিরতা লক্ষ করা যাচ্ছে।

এর প্রেক্ষিতে সিদ্ধান্তসমুহ পর্যালোচনা পূর্বক গত ০৮ জানুয়ারি নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী সদর দপ্তর শাখাকে সুশৃঙ্খল, গতিশীল ও শক্তিশালী করার স্বার্থে উক্ত সংগঠনের সম্পাদক পদ থেকে ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সহ সাধারণ সম্পাদক পদ থেকে অতি সত্তর অব্যহতি নেওয়ার জন্য সর্বসস্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

পোস্টটি শেয়ার করুন