

নিজস্ব প্রতিবেদকঃঅভিনব কায়দায় মাদক বহনের সময় রাজশাহী মহানগরীর শিরোইল বাসস্ট্যান্ডে ১৬০০ পিচ ইয়াবাসহ মান্টু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী মান্টু মিয়ার বাড়ী চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর মুন্সীটোলার মৃত সাজেমান আলীর ছেলে।
আজ রবিবার বেলা ১১ টায় রাজশাহী শিরোইল বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মান্টু মিয়া শ্রমিক ছদ্মবেশে কোদালে ইয়াবা সেট করে অভিনব কায়দায় ঢাকায় নিয়ে যাচ্ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজার রহমান, এটিএসআই মোঃ নাসির উদ্দিন,এএসআই মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে ১৬০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।