রাজশাহী সফরে এসে হঠাৎ অসুস্থ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকায় স্থানান্তর

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ১১, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি রাজশাহী সফরে এসে হঠাৎ অসুস্থ্য হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

অসুস্থতার খবর পেয়ে বুধবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সিটি মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মো. খলিলুর রহমান সহ চিকিৎসকবৃৃন্দ।

পরে বিকাল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে এয়ার এ্যাম্বুলেন্সে সাবেক খাদ্যমন্ত্রীকে ঢাকায় স্থানান্তরের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রামেক ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন দাস।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, কামরুল ইসলামের অবস্থা এখনো স্থিতিশীল নয়। সকালে তাঁর অন্তত ১০ বার পাতলা পায়খানা হয়েছে। ভর্তির পর তাঁকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেশার কমে গেছে। তাঁর জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছিলো। পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্যানেল পরিচিত সভায় যোগ দিতে গতকাল রাজশাহীতে আসেন এ্যাড. কামরুল ইসলাম এমপি।

পোস্টটি শেয়ার করুন