স্টাফ রিপোর্টার : রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের দক্ষিণ হোস্টেল থেকে বিছানাপত্রসহ এক আবাসিক শিক্ষার্থীকে কক্ষ থেকে বের করে দিয়েছেন হল সুপার মনতোষ কুমার মন্ডল।
গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকেহলের ২০৮ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। পরে ওই ছাত্র হোস্টেলের পুকুর পাড়ে কিছু সময় বসে থাকে পরে ঐ ছাত্রকে কলেজ ত্যাগ করতে বলা হয় । একা একা চিন্তা করতে থাকে একপর্যায়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় সেই শিক্ষার্থী।
তাৎক্ষণিকভাবে ঐ শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইমারজেন্সিতে ভর্তি করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সুফল কুমার। তিনি রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
অভিযুক্ত মনতোষ কুমার মন্ডল রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের হল সুপার তিনি এই কলেজে ২০২১ সালের নভেম্বর মাসে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পাওয়ার পর থেকে ছাত্রদের ওপর একের পর এক অত্যাচার জুলুম চালাতে থাকে । তিনি এখন পর্যন্ত ছাত্রদের মিল ব্যবস্থা চালু করতে পারেননি।
ভুক্তভোগী শিক্ষার্থী ও হল প্রশাসন সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে হল সুপার মাধ্যমে ২০৮ নম্বর কক্ষে ওঠেন সুফল কুমার। গতকাল রাত ১০টার দিকে হল সুপার মনতোষ কুমার মন্ডল ও তার কর্মী গিয়ে তার বিছানাপত্র বের করে দেন এবং তাকে রুম থেকে চলে যেতে বলেন।