রানীনগরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা


আবু সাইদ চৌধুরী(রাণীনগর-নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগ শাখার আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালী বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে দলীয় কার্যলয়ে এসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মোছা: চাঁদ আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদীকা মর্জিনা বেগম, মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসরিন সিদ্দিক মুনমুন, স্বর্ণা, রুজি, সালমা, সাহানাজ প্রমুখ।