রাবিতে আবারও বাড়লো প্রথম বর্ষের ভর্তির সময়সীমা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সোমবার ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

এরআগে ২০২০-২১ শিক্ষাবর্ষে গত ১৩ জানুয়ারি তৃতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। যেখানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে (কোটা বাদে) ২১১টি আসন ফাঁকা ছিল।

আসন ফাঁকা রেখেই ১২টি অনুষদে প্রায় ২শ’ আসন ফাঁকা রেখেই প্রথমবর্ষের ক্লাস শুরু করা হয় ২১ ডিসেম্বর।

ফাঁকা আসনগুলো পূরণের লক্ষ্যে ভর্তি কার্যক্রম ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর মধ্যেও শিক্ষার্থীদের ভর্তি বাতিল অব্যাহত থাকায় আবারও ভর্তি কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে গত বছরের ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১ ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

পোস্টটি শেয়ার করুন