রাবিতে ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন প্রাঙ্গনে পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম ইয়াকুব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম পথিকৃত বিভাগ। ছয় দশকেরও বেশি সময় ধরে এই বিভাগ নিজ বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় যে ঐতিহ্যের ধারা বজায় রেখে চলেছে তা অনুকরণীয়। এই বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে যে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে তাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় গৌরবান্বিত। আগামীতেও এই ধারা অক্ষুণ্ণ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন; এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ প্রফেসর শামসুজ্জোহা এছামী।

উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর দিলশাদ আরা বুলু ও প্রফেসর মো. মাহফুজুর রহমান।

দুই দিনব্যাপী সম্মেলনে প্রায় সাতশত প্রাক্তন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন