নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আয়োজনে বার্ষিক বনভোজন ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ মার্চ সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি সংলগ্ন আম্রকাননে অনুষ্ঠান শুরু হয়। পারস্পরিক পরিচিতি পর্ব, গ্রুপ ফটোসেশান, বিনোদন মূলক খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও নবীনদের বরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন; গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন, জনতা ব্যাংকের এজিএম গোলাম সারোয়ার শামীম, গোমস্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মুঃ আতিকুর রহমান সুমন, গোমস্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তাসরিফ আহমেদ, সাধারণ সম্পাদক মনুমোহন বাপ্পা সহ উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষার্থী।
সবশেষে গোমস্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের সম্মতিতে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিহাব সাগর ও সাধারণ সম্পাদক হিসেবে চারুকলা অনুষদের শিক্ষার্থী শাহিন সুলতানা বৃষ্টি নির্বাচিত হয়েছেন।