নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ এপ্রিল রাবির ফোকলোর বিভাগের অডিটোরিয়ামে গোমস্তাপুর উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও নামাজ শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন।
এছাড়াও বক্তব্য রাখেন রাখেন রাবি মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গোলাম সারোয়ার শামীম, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মুঃ আতিকুর রহমান সুমন, সমিতির সাবেক সভাপতি তাসরিফ আহমেদ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে সমিতির সভাপতি সিহাব সাগরের পরিচালনায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বৃষ্টি সহ রাবিতে অধ্যয়নরত গোমস্তাপুর উপজেলার শিক্ষার্থীবৃন্দ।