রাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

রাবি প্রতিনিধি: ইউজিসির তদন্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর আব্দুস সোবহানসহ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল।

২৬ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হয়ে মিছিলটি কাজলা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি,রাবি শাখা ছাত্রদলের নেতা সুলতান আহমেদ রাহি, সামসুদ্দিন চৌধুরী সানিন, সরদার জহুরুল হক, মাহমুদুল মিঠু,মতিহার থানা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম কনক,রাবি ছাত্রদলের নেতা জহিরুল ইসলাম, শামস দীপ্ত, আতিক শাহরিয়ার আবির, ওয়াদুদুর রহমান, আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম, নাসির হোসেন, সূর্য, বুলবুল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুপস্থিত ছিলো।

বিক্ষোভ মিছিল থেকে দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান ছাত্রদল নেতারা।

পোস্টটি শেয়ার করুন