রাবিতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী চারুকলার এক শিক্ষার্থী নিহত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী মাহমুদ হাবিব হিমেল নামের এক শিক্ষার্থীর মৃত্যু ও তার সাথে থাকা আরেকজন আহত হয়েছেন।

নিহত হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি ড্রামা অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, মঙ্গলবার ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৯ টার দিকে হবিবুর হলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি পাশে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের কাজে ব্যবহৃত হচ্ছিলো।

ট্রাক চাপায় শিক্ষার্থী নিহতের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে ৪০০-৫০০ জন ক্ষুব্ধ শিক্ষার্থী সেখানে এসে নির্মাধীন ভবনের পাশে থাকা পাঁচটি ট্রাকে আগুন জ্বালিয়েছে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেইন গেইটে ঢাকা – রাজশাহী মহাসড়ক অবরোধ ও ভিসির বাড়ির সামনে অবস্থান করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ট্রাকে আগুন

রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে সকল শিক্ষার্থীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের সকর দাবি পূরণ করা হবে বলে জানান তিনি।

নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই মেয়েদের হলগুলোতেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মহাসড়ক অবরোধে ছাত্রীরাও অংশগ্রহণ করে। ভিসির বাসভবনসহ ক্যাম্পাসের বিক্ষোভ প্রদর্শন করতে থাকে শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন