রাবিতে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুন ১, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ আয়োজিত বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা ভিত্তিক ‘Bangabandhu in Prison: The Prison Diaries’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩১মে বেলা ১২টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক প্রফেসর ফকরুল আলম।

সেমিনারে আলোচক ছিলেন ঢাকার ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- রাবি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

এই সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন