রাবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শত কবিতার হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ২২, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত শত কবিতার হিন্দি অনুবাদ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

‘জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি: বাংলাদেশকে রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকো নিবেদিত সৌ কবিতায়েঁ’ শীর্ষক এই গ্রন্থটির অনুবাদ করেন বাংলা বিভাগের প্রফেসর সফিকুন্নবী সামাদী।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক।

অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থের উপর মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট অনুবাদক ও গবেষক জাভেদ হুসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

দিল্লি থেকে প্রকাশিত এই গ্রন্থটিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত একশতটি কবিতার হিন্দি অনুবাদ স্থান পেয়েছে।

অনুষ্ঠানে গ্রন্থের অনুবাদক প্রফেসর সফিকুন্নবী সামাদী তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, এই গ্রন্থটি বিশ্বের হিন্দিভাষী মানুষের কাছে বঙ্গবন্ধুকে পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন