রাবিতে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির আয়োজনে ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২২’ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান- উল-ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নুর।

উদ্বোধনী অনুষ্ঠানে রাবি রিপোর্টাস ইউনিটির সভাপতি রাশেদ শুভ্র এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদ।

পরে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। এসময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন