রাবিতে বঙ্গমাতা হল ছাত্রলীগের ‘শেখ মুজিব মানেই বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের আয়োজনে “শেখ মুজিব মানেই বাংলাদেশ” শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ জুন বিকেলে বঙ্গমাতা হলের টিভি রুমে এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তৃতা প্রতিযোগিতায় বিভিন্ন হলের ২২ ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নবনীতা বিশ্বাস। এছাড়া মুন্নুজান হলের আশরেফা আফরীন দ্বিতীয় এবং মুন্নুজান হলের শামীমা আফরোজ তৃতীয় স্থান অর্জন করেন।
বক্তৃতা প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা তারেক নুর, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. মোঃ আরিফ হায়দার, বঙ্গমাতা হলের প্রাধাক্ষ্য ড. শর্মিষ্ঠা রায়, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সিনেট সদস্য সাদিকুল ইসলাম সাগর, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি তাজরিন আহমেদ খান মেধা ও সঞ্চালনা করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্মৃতি বালা।