রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ডাঃ অর্ণা জামানের পক্ষ থেকে পানি ও খাবার সেলাইন বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে সুপেয় পানি, খাবার সেলাইন ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে ডাঃ অর্ণা জামানের পক্ষ থেকে বুথ তৈরি করা হয়। সেখান থেকে রাবি ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি, খাবার সেলাইন ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও ক্যাম্পাস এর বিভিন্ন চত্বরে চত্বরে এসব সামগ্রী পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আগামী ২৬ ও ২৭ জুলাইও একই কার্যক্রম চলবে।

এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের দৌহিত্র ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সুপেয় পানি, খাবার সেলাইন ও মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন; রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিংকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসিক দত্ত, রাবি শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরুখ আলম, সহ বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন