রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিলো রাজশাহী মহানগর ছাত্রলীগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

নাঈম হোসেন,রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তিনদিনই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, কলম, স্যালাইন, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করে রাজশাহী মহানগর ছাত্রলীগ। এছাড়াও রাজশাহী নগরীর বিভিন্ন স্পটে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে লিফলেট বিতরণ এবং আগত শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেন মহানগর ছাত্রলীগ।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রতিটি মুহুর্ত পানি, মাস্ক, স্যালাইন, কলম, হ্যান্ড-স্যানিটাইজার, হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। চলমান বর্ষা মৌসুমের এই দিনেও বৃষ্টি মাথায় নিয়ে সেবা নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

২৫-২৭ জুলাই ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে এমন দৃশ্য চোখে পড়েছে সকলের।

গত তিনদিন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন, মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সিরাজুম মুবিন সবুজ এবং রাজশাহী মহানগর,থানা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতা ও কর্মীরা।

মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম জানান; রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্নার নির্দেশনায় তিন দিনে সর্বমোট ৬০০০/ ছয় হাজার পানির বোতল,২৫০০/ দুই হাজার পাঁচশত মাক্স, ১২০০/ এক হাজার দুইশত কলম,খাবার স্যালাইন ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন