রাবিতে ভর্তির সময়সীমা বাড়লো ৩১ জানুয়ারী পর্যন্ত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে উপরেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক ইউনিটে আসনসংখ্যা পূরণ না হ‌ওয়ায় নতুন করে আবার ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সব থেকে বেশি আসনসংখ্যা ফাঁকা রয়েছে সি ইউনিটে’ বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর (২০২১) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন