রাবিতে ভর্তি পরীক্ষা দিতে হবে স্ব শরীরে উপস্থিত হয়ে

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুদের স্বশরীরে উপস্থিত হয়েই দিতে হবে ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও শিক্ষা পরিষদের সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষা পরিষদের সভাপতি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে উপচার্য সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত পদ্ধতি ভর্তি কমিটি কর্তৃক পরবর্তীতে নির্ধারিত করবে। এইচএসসির ফলাফল প্রকাশের পর অনুকল সময় দেখে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দেয়া হবে।

উপাচার্য বলেন, স্বাস্থ্যবিধি মানার যত পদ্ধতি আছে; ভর্তি কমিটি, উপ-কমিটি সে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত ও বাস্তবায়ন করবে। ভর্তি পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের বিষয়টি বিবেচনায় রেখে সকল পদক্ষেপ নেয়া হবে।

এছাড়া স্নাতকোত্তর, এমফিল/ পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করা শিক্ষার্থীদের পাশাপাশি এখন থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবে। একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন