রাবিতে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নেতৃত্বদানকারী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশে গণতন্ত্র” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন

বিশেষ এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়া ও ড. সুলতান-উল-ইসলাম টিপু।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন – বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর অবাইদুর রহমান প্রামানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. খলিলুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা ড. তারেক নুর।

এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।

আলোচনা সভায় বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বিশেষ আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী টি সিনেট ভবন থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত জাতিরপিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন