ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এর আয়োজনে সুন্দরবন বিষয়ে এক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টায় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) সেমিনার কক্ষে ‘Sundarbans Mangrove Forest of Bangladesh: Management, Issues and Challenge’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাহমুদ হোসেন।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাবি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।
ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মোহাম্মদ নাজিমুল হক এর সভাপতিত্বে বক্তৃতা অনুষ্ঠানে কয়েকজন শিক্ষকও আলোচনায় অংশ নেন।
বক্তৃতা অনুষ্ঠানে আইবিএস ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।