রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২৭ এপ্রিল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ হবে। তাই সকল আবাসিক শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে হল ত্যাগ করতে হবে। এছাড়া আগামী ১২ মে সকাল ১০টায় পুনরায় সকল হল খুলবে বলে জানান তিনি।
রমজান ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ এপ্রিল থেকে সকল একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। যা চলমান থাকবে আগামী ১৪ মে পর্যন্ত।