রাবির নতুন ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামাণিক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী চার বছরের জন্য ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন রাবির হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) মো: অবায়দুর রহমান প্রামাণিক।

মঙ্গলবার ১৮ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ এঁর আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুসারে আগামী চার বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রফেসর (অবসরপ্রাপ্ত) মো: অবায়দুর রহমান প্রামাণিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭৩ সালে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বানিজ্য অনুষদের ডীন, কেন্দ্রীয় লাইব্রেরির প্রশাসক সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাকাবের পরিচালক, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ফ্যাকাল্টি ডীন হিসেবে দায়িত্ব পালন করেন।

পোস্টটি শেয়ার করুন