![রাবির প্রাক্তন প্রফেসর ইদরিস আহমদের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ](https://chapaitribune.com/wp-content/uploads/2022/04/IMG-20220405-WA0000.jpg)
![](https://chapaitribune.com/wp-content/plugins/Epaper view by Nagorikit.com/assest/img/print-news.png)
ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ইদরিস আহমদের (৮৪) মৃত্যুতে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত শোকবার্তায় শোক প্রকাশ করেন উপাচার্য।
শোকবার্তায় তিনি ইংরেজি শিক্ষা ও গবেষণায় মরহুমের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, প্রফেসর ইদরিস আহমদ ১৬ মে সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার বেলা ১২টায় রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে শহরে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য রাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গনে মরহুমের মরদেহ রাখা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
মরহুম প্রফেসর ইদরিস আহমদ ১৯৩৮ সালে চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালের মার্চে রাবিতে অধ্যাপনায় যোগ দেন ও ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। তার আগে তিনি কয়েক বছর পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসেও চাকুরি করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও নাইজেরিয়া ও বাংলাদেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন।