রাবির শাহ্ মখদুৃম হল ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

রাবি প্রতিনিধি :পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদম হল শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) হলের ডাইনিং রুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

অনুষ্ঠানে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে, হলে শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় আপনারা ছাত্রলীগের কর্মী হিসেবে সর্বদা তাদের পাশে দাঁড়াবেন। ছাত্রলীগের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবসময় তৎপর থাকতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতার পতাকাবাহী সংগঠন। এছাড়া মাহে রমজানের মহিমান্বিত সময়ে সকলে একসাথে সুন্দর এক পৃথিবী গড়ব এটাই আমাদের প্রত্যাশা।

শাহ্ মখদুম হলের সভাপতি তাসবীঊল হাসান অপূর্বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামিম আহমেদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন; শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু প্রমুখ।

এছাড়াও রাবি শাখা ছাত্রলীগের ১৭টি আবাসিক হলের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন