রাবি অধ্যাপক ড. সুজিত সরকারের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবিকুঞ্জের উপদেষ্টা, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার সরকার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় প্রফেসর ড. সুজিত কুমার সরকার এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোরে পরিবারসহ সেন্টমার্টিনে অবস্থানকালে হার্ট অ্যাটাকে পরলোক গমন করেন প্রফেসর ড. সুজিত কুমার সরকার।

পোস্টটি শেয়ার করুন