রাবি ছাত্রলীগের ইতিহাসে প্রথম একসাথে সম্মেলনের মাধ্যমে ১৭ হলের কমিটি ঘোষণা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ সম্মেলনের মাধ্যমে মেয়েদের ছয়টি হল সহ ১৭ টি হলের কমিটি ঘোষণা করে মতিহারের সবুজ চত্বরে গৌরবের নতুন মাইলফলক স্পর্শ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জামাত শিবিরের একসময়ের একক আধিপত্যের ক্যাম্পাসে মাত্র ৫–৬ বছর আগে যখন মেয়েদের হলগুলোতে কমিটির জন্য কর্মী পাওয়া যায়নি সেই ছয়টি হলেই এবার আংশিক কমিটি ঘোষণা করতে সক্ষম হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়েছে মেয়েদের হল গুলো।

২৫ মার্চ শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ছেলেদের ১১ টি ও মেয়েদের ছয়টি হলের ১ বছর মেয়াদী আংশিক কমিটি ঘোষণা করা হয়। গত ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৭ টি হলের ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাবাস বাংলাদেশ মাঠে।

মেয়েদের ছয়টি হল ছাত্রলীগের কমিটিঃ
১. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলঃ প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাজরীন আহমেদ খান মৃধা ও সাধারণ সম্পাদক স্মৃতি বালা সহ ১৬ সদস্য,

২. মুন্নুজান হলঃ সভাপতি জান্নাতুল নাঈম আকন্দ জানা ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশীসহ ১২ সদস্য,

৩. বেগম রোকেয়া হলঃ সভাপতি নুসরাত জাহান আভা ও সাধারণ সম্পাদক আলফি সারিন আরিয়ানা সহ ৫ সদস্য,

৪. তাপসী রাবেয়া হলঃ সভাপতি তাসনিম নাহার তৃণা ও সাধারণ সম্পাদক তাসনুবা মেহজাবিন মিম সহ ৫ সদস্য,

৫. রহমতুন্নেসা হলঃ সভাপতি তামান্না আকতার তন্বী ও সাধারণ সম্পাদক সিনিথিয়া নাসরিন মিম সহ ৪ সদস্য,
এবং
৬. খালেদা জিয়া হলঃ সভাপতি প্রিয়াঙ্কা সেন মৌ ও সাধারণ সম্পাদক আজমিনা বিনতে ইসলাম শ্রেয়াসহ ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ছেলেদের ১১ টি হল ছাত্রলীগের কমিটিঃ
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলঃ সভাপতি কাবিরুজ্জামান রাহুল ও সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস সহ ৩১ সদস্য,

২. শের-ই-বাংলা একে ফজলুল হক হলঃ সভাপতি মোস্তাফিজুর রহমান রাতুল ও সাধারণ সম্পাদক স্বাধীন খান সহ ১৬ সদস্য,

৩. মতিহার হলঃ সভাপতি মোঃ রাজীব হোসেন ও সাধারণ সম্পাদক ভাস্কর সাহা সহ ২০ সদস্য,

৪. শাহ মখদুম হলঃ সভাপতি তাজবীউল হাসান অপূর্ব ও সাধারণ সম্পাদক রামীম হোসেন সহ ২৩ সদস্য,

৫. সৈয়দ আমীর আলী হলঃ সভাপতি কামাল বিন হারুন সিয়াম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ সহ ৩০ সদস্য,

৬. নবাব আব্দুল লতিফ হলঃ সভাপতি শুভ্রদেব ঘোষ ও সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ ২৭ সদস্য,

৭. শহীদ শামসুজ্জোহা হলঃ সভাপতি চিরন্তন দাস ও সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম সহ ২০ সদস্য,

৮. শহীদ সোহরাওয়ার্দী হলঃ সভাপতি নিয়াজ মোর্শেদ শুভ ও সাধারণ সম্পাদক নাঈম আলী সহ ৪০ সদস্য,

৯. মাদার বখশ হলঃ সভাপতি হামীম রেজা সাফায়েত প্রিন্স ও সাধারণ সম্পাদক শফিউর রহমান রাথিকসহ ৩৮ সদস্য,

১০. জিয়াউর রহমান হলঃ সভাপতি মোঃ রাশেদ আলী ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ৪১ সদস্য,
এবং
১১. শহীদ হবিবুর রহমান হলঃ সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু সহ ৪০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও রাবি আইবিএ ছাত্রলীগের সভাপতি আবু সিনহা ও সাধারণ সম্পাদক হিসেবে অমিত হাসানকে ঘোষণা করা হয়।

১৭ টি হলের আংশিক কমিটিতে স্থান পেয়েছে প্রায় ৩৮০ জন ছাত্রলীগের কর্মী।

দায়িত্বশীল সূত্রে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে হল কমিটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে পারিবারিক ব্যাকগ্রাউন্ডসহ সকল তথ্য যাচাই-বাছাই করা হয় গত ১০ দিন যাবত।

২০১২ সালে মেয়েদের দুটি ও ছেলেদের ১০ টি হলের কমিটি হয়। পরে ২০১৫ সালে দু দফায় ৯ টি হলের কমিটি হয়। জিয়াউর রহমান হল ও শের-ই-বাংলা একে ফজলুল হক হলসহ মেয়েদের কোন হলেই কমিটি করতে পারেনি ছাত্রলীগ। মেয়েদের হলে মূলত কর্মী সংকটে কমিটি হয়নি।

এদিকে ১৭ হলের কমিটি ঘোষণা হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিশেষ করে মেয়েদের সব হলের এই প্রথম একসাথে কমিটি ঘোষণায় রাবিতে প্রতিক্রিয়াশীল, উগ্র ও মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে নতুন জাগরণ তৈরি হবে বলে মনে করেন প্রগতিশীল ব্যক্তিবর্গ।

ঘোষিত কমিটিতে শের-ই-বাংলা হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ফয়সাল আলম বিশ্বাস বলেন; হল সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা রাবি ছাত্রলীগের শত শত নেতাকর্মীর প্রাণের দাবি ছিলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু’র বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। যারা বিভিন্ন হলে কর্মী হিসেবে প্রায় তিন চার বছর পরিশ্রম করেছে তাদের সাংগঠনিক পরিচয় হওয়াতে সত্যিই আমরা আনন্দিত আপ্লুত। কৃতজ্ঞতা জানাই রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি।

উল্লেখ্য; গত ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ মাঠে সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

গোয়েন্দা সংস্থা ও দলীয় সূত্রের মাধ্যমে গত ১০ দিন যাবত প্রার্থীদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে কমিটি চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র।

হল কমিটি ঘোষণার বর্তমান ও সাবেক নেতাকর্মীদের বিভিন্ন প্রশংসামুখর স্টাটাস লক্ষ্য করা গেছে। বর্তমান কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বের প্রশংসা করছেন সাবেক নেতাকর্মীরাও। এখন পর্যন্ত কেউ নবগঠিত হল কমিটি নিয়ে কোন নেতিবাচক মন্তব্য করেনি।

পোস্টটি শেয়ার করুন