রাবি ছাত্রলীগের নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা কাজী লিংকনকে বিতর্কিত করার চেষ্টা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ে সাবাস বাংলার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। এদিকে অভিযোগ উঠেছে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে সভাপতির দৌঁড়ে এগিয়ে থাকা কাজী আমিনুল হক লিংকনকে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জান লিটন পরিবারের আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে এই প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন তার সমর্থকরা।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের ২৬ তম সম্মেলনে নেতৃত্বের দৌঁড়ে বেশ এগিয়ে আছেন বর্তমান কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন। এছাড়া তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তার পরিবারের আস্থাভাজন। এর আগে তার বিরুদ্ধে বিবাহের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক বান্ধবীর সাথে তোলা সেলফিকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

তবে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ছবিতে থাকা ওই তরুণীর সঙ্গে লিংকনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ২০১৭ সালে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। তার সাবেক প্রেমিকাকে বউ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়ানো হচ্ছে।

ক্যাম্পাসে কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলেন, অভিযোগের গুঞ্জন শোনা যায়। তবে এর বাস্তব ভিত্তি নেই। আমরা কাবিন নামা পাইনি।

এছাড়াও কাজী লিংকনের বাড়ি বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী মেহেরচন্ডী এলাকার দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের কাছে বিয়ের বিষয়ে জানতে চাইলে তারা এই ধরনের প্রোপাগাণ্ডাকে নোংরামি ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে কাজী আমিনুল হক লিংকন বলেন, সম্মেলন আসলে আমার বিরুদ্ধে এ অভিযোগ তোলেন বিরোধীরা। কারণ আমি লিটন চাচার রাজনীতি করি। এটাই আমার অপরাধ। এর আগে একবার নিউজ করেছিল পরে তা সরিয়ে নিয়েছে। আমি আইনি পদক্ষেপ নিবো। কেউ যদি গুজব ছড়ায়।

উল্লেখ্য; কাজী আমিনুল হক লিংকন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। রাবি ছাত্রলীগের আহম্মদ আলী – আবু হুসাইন বিপু কমিটির স্কুল বিষয়ক উপ- সম্পাদক, পরে রানা – তুহিন কমিটিতে ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কিবরিয়া – রুনু কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক সময়ে তার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় নি। সুদর্শন ও বিনয়ী ছাত্রনেতা হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তার জনপ্রিয়তা অনেক বেশি। ২০১৪ সালে রাবি ছাত্রলীগের মিছিলে জামাত শিবিরের ককটেল হামলায় কাজী আমিনুল হক লিংকন গুরুতর আহতও হন।

পোস্টটি শেয়ার করুন