নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ মার্চ দীর্ঘ ছয় বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেতাকর্মীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত হল সম্মেলনের তারিখ ঘোষণা করায় বিভিন্ন হলে হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল করে।
২২ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১ টি হলেই আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। তারিখ ঘোষণার পরপরই আনন্দ মিছিলসহ সোসাল মিডিয়ায় পদপ্রত্যাশীদের ব্যানার ফেস্টুন দিয়ে পোস্টও লক্ষ্য করা গেছে।
এরআগে ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দফায় হল ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় ছেলেদের ১১ টি হলের মধ্যে নয়টি হলের কমিটি ঘোষণা করা হলেও শের-ই-বাংলা ও জিয়াউর রহমান হলের কমিটি হয়নি। ২০১৩ সালেও সব হলের কমিটি ঘোষণা হলেও জিয়াউর রহমান হলের কমিটি হয়নি।
আর মেয়েদের হলগুলোতে শেষ কমিটি হয়েছিলো তৎকালীন আহম্মদ আলী মোল্লা ও আবু হুসাইন বিপুর মেয়াদকালের ২০১৩ সালে। তবে সেসময় নারী নেতৃত্বের অভাবের কারণে ৫ টি হলের তিনটিতে সভাপতি – সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। ঠিক একই কারণে ২০১৫ সালেও মেয়েদের হলগুলোতে কমিটি ঘোষণা করতে পারেনি তৎকালীন সভাপতি মিজানুর রহমান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব। সেসময় মেয়েদের হলগুলোতে নারী নেতৃত্ব পাওয়া যায় নি৷
এর আগে ২০২০ সালে ৫ ফেব্রুয়ারি হল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সেসময় গোটা ক্যাম্পাস জুড়ে বিভিন্ন হলের প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিলো। ক্যাম্পাসে তৈরি হয়েছিলো উৎসবমুখর পরিবেশ। কিন্তু মাত্র তিনদিন আগে সেসময় সম্মেলন স্থগিত করা হয়। তবে ২০২০ সালের হল সম্মেলনের তারিখ ঘোষণা হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলসহ মেয়েদের ৬ টি হলে যথেষ্ট উল্লেখযোগ্য নারী কর্মী সিভি জমা দেন।
এদিকে সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগ নেতা আল আমিন আকাশ বলেন; ‘হল সম্মেলন এর তারিখ ঘোষণা করায় ধন্যবাদ জ্ঞাপন করছি আমার রাজনৈতিক পথপ্রদর্শক মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন চাচা ও ডাঃ আনিকা ফারিহা জামান অর্না আপুকে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদককে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন হল কমিটি নেই। আজকে আমাদের আনন্দের দিন, হল সম্মেলনকে স্বাগত জানাই। আমি মনে করি এই হল সম্মেলনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। যেকোনো সম্মেলনে প্রতিযোগিতা থাকবে কিন্তু এই প্রতিযোগিতা যেনো ভ্রাতৃত্ব বন্ধনে আঘাত না হানে। সর্বোপরি সকলের জন্যে রইলো শুভকামনা।’
শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগ নেতা মুমিনুর রহমান তাজ বলেন; ‘দীর্ঘদিন পর হল কমিটি হচ্ছে খুব আনন্দের সংবাদ। যারা দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত ও পরিচ্ছন্ন ইমেজের অধিকারীদের হল কমিটি গুলোতে মূল্যায়ন করা হোক।’
মতিহার হল ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা বলেন; ‘হল সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিশ্রমী ছাত্রলীগের কর্মীদের মূল্যায়ণ হবে এই প্রত্যাশা করি।’
হল সম্মেলন বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিলো হল সম্মেলনের অবশেষে সেই তারিখ ঘোষণা হয়েছে। সম্মেলনের মাধ্যমে হল গুলোতে যোগ্য নেতৃত্বে ছাত্রলীগ আরো গতিশীল ও শক্তিশালী হবে বলে জানান তারা।