

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক বন্ধের দিনও চলবে ১৪টি ট্রেন।
শুক্রবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেল মন্ত্রণালয়। রাবিতে ভর্তি পরীক্ষার সময় ট্রেন চালু রাখতে মন্ত্রণালয়কে অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
বিজ্ঞপ্তি অনুসারে; শুক্রবার (২২ জুলাই) চলবে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস। শনিবার (২৩ জুলাই) একই ট্রেন পঞ্চগড় থেকে রাজশাহী আসবে।
রোববার (২৪ জুলাই) বন্ধের দিন চলবে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, একই দিন রাজশাহী থেকে ঢাকা ফিরবে ট্রেনটি।
সোমবার (২৫ জুলাই) খুলনা থেকে রাজশাহীগামী ও রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস চলবে। ঢালারচর এক্সপ্রেসও এদিন পরিচালিত হবে।
টুঙ্গীপাড়া এক্সপ্রেস মঙ্গলবার (২৬ জুলাই) রাজশাহী থেকে গোপালগঞ্জে যাবে, আবার ফিরে আসবে। এদিন ৫৭, ৫৮, ৭৭ ও ৭৮ নম্বর কমিউটার ট্রেনও চলবে।
একইদিনের খুলনা থেকে রাজশাহীগামী ও রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস চালু থাকবে। এদিন রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসও চলবে।
বুধবার (২৭ জুলাই) বন্ধের দিনও চলবে তিতুমীর এক্সপ্রেস। একইদিনে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস চলবে। বৃহস্পতিবার (২৮ জুলাই) ধূমকেতু এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহী যাবে। এদিন মধুমতী এক্সপ্রেসও চলবে।